Upcoming: Autumn Edition'24

Ongoing: Autumn Edition'23

ISSN 2321 - 4805

  • হুগলি জেলায় চালু হল প্রথম ক্যাথ ল্যাব

    24 Apr 2023: হুগলি জেলায় চালু হল প্রথম ক্যাথ ল্যাব

    Swapan Mahato , Photo Journalist , Photo Journalist

    স্বপন মাহাতো,কলকাতা, এপ্রিল '২৩):- হুগলি জেলার দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে-র গোবরা ক্রসিং-এর কাছে অবস্থিত এই বেসরকারী হাসপাতালে ক্যাথ ল্যাব হওয়ার ফলে উপকৃত হবেন জেলার এক বড়ো অংশের জনগণ। স্বাস্থ্যসাথী কার্ড এর মতো জনমুখী প্রকল্পের মাধ্যমে উন্নততর চিকিৎসা বা স্বাস্থ্যব্যবস্থা সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। কিছু অত্যন্ত ক্রিটিক্যাল চিকিৎসা বাদ দিলে, হৃদরোগ, স্নায়ুরোগ, শল্যচিকিৎসার ক্ষেত্র গুলিতে স্বাস্থ্যসাথি কার্ড এর মতো ব্যবস্থা সাধারণ মানুষের কাছে চিকিৎসাকে অনেক সুলভ করে তুলেছে। এছাড়া আগে চিকিৎসা করাতে গিয়ে রোগী বা রোগীর পরিবার কে ঋণী করে দিয়ে যেতো- এখন তার থেকেও বেরিয়ে আসা গেছে। সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের এবং সমস্ত জনমুখী প্রকল্পের উচিত সাহায্য ও সুযোগ নিয়ে মানুষের জীবন বাঁচানোর সংগ্রামে এগিয়ে আসা। এই মন্তব্য করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং একটি অগ্রণী বেসরকারি হাসপাতালের কর্ণধার। হুগলী জেলার প্রথম ক্যাথল্যাব উদ্বোধন করতে এসে এ কথা বলেন। তিনি আরও বলেন যে বেসরকারি হাসপাতাল গুলি লাভজনক ভাবে চললেই আরও উন্নততর চিকিৎসা ব্যবস্থা দেওয়া যাবে, এবং দীর্ঘমেয়াদে ওই হাসপাতালের সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মী এবং রোগীরা উপকৃত হবেন। এদিন 'সেভেন রেঞ্জার্স হসপিটাল'-এর সৌজন্যে হুগলি জেলায় চালু হল প্রথম ক্যাথ ল্যাব। ক্যাথ ল্যাব-এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ-র প্রবীণ সন্ন্যাস স্বামী সংযুক্তানন্দ মহারাজ, স্বনামধন্য চিকিৎসক ডাঃ কুনাল সরকার, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ, হাসপাতালের চার অংশীদার ডাঃ মনোজকুমার পাল, ডাঃ শুভাশিস সাহা, ডাঃ অজয়কুমার বিশ্বাস ও ডাঃ নির্মাল্য নাগ ছাড়াও আরও বিশিষ্ঠ ব্যাক্তিরা। ক্যাথ ল্যাব উদ্বোধনের পর ডাঃ কুনাল সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "গত এক বছরে পশ্চিমবঙ্গে অনেকগুলো ক্যাথ ল্যাব গড়ে উঠেছে। যদিও হুগলি জেলায় কোনো ক্যাথ ল্যাব ছিল না। এই ক্যাথ ল্যাব গড়ে ওঠার ফলে এখানকার মানুষ উপকৃত হবেন।"