Upcoming: Sarat Sankhya (Autumn Edition'24)

Ongoing: Sarat Sankhya (Autumn Edition'23)

ISSN 2321 - 4805

  • “পরিচয় উৎসব” ২০২৫

    12 Mar 2025: “পরিচয় উৎসব” ২০২৫

    সৌরভ চট্টোপাধ্যায় , নিজস্ব প্রতিবেদক , হাওড়া জেলা

     

    আগামী ২৯শে এবং ৩০শে মার্চ , ২০২৫ , কলকাতার বরানগরের মুকুট ভবনে আয়োজিত হতে চলেছে “পরিচয় উৎসব” ২০২৫ । 'আমতা পরিচয়' আয়োজিত এই উৎসবের বয়স মাত্র ৩ বছর, কিন্তু এর মধ্যেই এই নাট্য উৎসব নিয়ে বিভিন্ন রাজ্য এবং দেশের বাইরে থেকে যথেষ্ট শুভেচ্ছাবার্তা পাচ্ছেন 'আমতা পরিচয়' নাট্যদল। গতবছর হাওড়া জেলার আমতায় এই নাট্য উৎসব হয়ে উঠেছিল শ্রীলংকা, বাংলাদেশ এবং ভারতবর্ষের মিলন মেলা। এইবার কলকাতা জেলার বরানগরে মুকুট ভবনে, নতুন মানুষের কাছে নিজেদের পরিচয় ছড়িয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেক বন্ধু নাট্যদল, তেমনই বরানগর পৌরসভার ১৪নং ওয়ার্ডের পৌরপ্রিতিনিধি শ্রী শান্তনু মজুমদার, ফিসারির তত্বাবধানে মুকুট ভবনের সবাই প্রাণভরা ভালোবাসা দিয়ে এই উৎসবকে সফল করে তুলতে সাহায্য করছেন।

    এবারের নাট্য উৎসব দুদিনের, ২৯ এবং ৩০ মার্চ - শনি এবং রবিবার। অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টা থেকে; ১ম দিন অর্থাৎ ২৯ মার্চ, ২০২৫ সকাল ১১টায় শুরু হচ্ছে তর্ক-বিতর্ক-আড্ডায় “এককে আমি এবং আমরা” সেখানে বক্তব্য রাখবেন বাংলা রঙ্গমঞ্চের গুণী অভিনেতা, অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশকরা। এককের অভিজ্ঞতায় নিজেদের যেভাবে দেখছেন সেই বিষয় নিয়ে বলবেন শ্রীমতি নয়না সাহা, শ্রীমতি সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়, শ্রীমতি অর্পিতা পাল, শ্রীমতি উর্ণা সেন, শ্রীমতি এনা সেনগুপ্ত, শ্রীমতি ন্যান্সি, শ্রী পুরুষোত্তম রায়, শ্রী অনিন্দ্য আচার্য এবং শ্রীমতি সঙ্গীতা চক্রবর্তী। দুপুর ২টায় বীরভূম আম্ফিথিয়েটারওয়ালার প্রযোজনা ম্যায় নরক সে বোল রাহা হু। বিকেল ৪ টায় শ্রীরামপুর তপস্যার নৃত্যানুষ্ঠান ঊমা এবার দুর্গা। বিকেল ৪.৩০ মিনিটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্য নির্দেশক শ্রী কল্লোল ভট্টাচার্য মহাশয়। উপস্থিত থাকবেন শ্রী শান্তনু মজুমদার, পৌরপ্রতিনিধি, বরানগর পৌরসভা। এরপরেই বিকেল ৫.৩০ মিনিটে থাকছে ক্লাউন থিয়েটারের ফর ইউ, অভিনয়ে পুরুষোত্তম রায়। সন্ধ্যে ৬.৩০ মিনিটে আন্তর্জাতিক খ্যাত মূকাভিনেতা শ্রী শুভেন্দু মুখোপাধ্যায়ের মূকাভিনয়। সন্ধ্যে ৭.৩০ মিনিটে থাকছে 'হাওড়া জোনাকি'-এর প্রযোজনা ভোমা

    ৩০ মার্চ, ২০২৫ রবিবার, সকালের আড্ডা “আগামীর চোখে আগামীর থিয়েটার”, সঞ্চালনা করবেন শ্রীমতি জয়তি বসু - কথা বলবে বর্তমান সময়ের যুবশিল্পীরা, যাদের হাতে তাদের বাবা মায়েরা এখন থেকেই তুলে দিয়েছে থিয়েটারের মশাল। অমর্ষি চক্রবর্তী, ঈশানী দত্ত, তীর্ণা দেওয়ানজী, স্নেহা সাঁতরা, রূপ সাতরা, তরস্বী পাল মজুমদার, অরিত্রী চক্রবর্তী, অহনা ভট্টাচার্য, অস্মিতা ভট্টাচার্য, সৌপার্ণ গুপ্ত, তৃষাণ চক্রবর্তী প্রমুখ যারা ইতিমধ্যেই স্বক্ষেত্রে নিজেদের অবস্থান সুচিহ্নিত করেছেন। দুপুর ১২.৩০ মিনিটে থাকছে 'সেন্টার স্টেজে'র স্টোরিটেলিং কলজে কেলেঙ্কারি। বিকেল ৪টেয় 'বালার্ক' পরিবেশন করবে বরাহ চরিত মানস, বিকেল ৫ টায় “পরিচয় সম্মান” প্রদান করা হবে - প্রাপক শ্রী শুভজিত বন্দ্যোপাধ্যায়, জ্ঞাপক শ্রী অভিজিৎ চ্যাটার্জী। ৫.৩০ মিনিটে নাটক 'ক্যান্ডিড থিয়েটারে'র ভিখারী দুসাদের মৌলিক অধিকার। সন্ধ্যা ৬.৩০ মিনিটে থাকছে 'নট আ স্টরিটেলারে'র দুই পাখির ইচ্ছেপুরণ। উৎসবের শেষ নিবেদন 'বসিরহাট কিংশুকে'র তারাপদ। শতাধিক দর্শক আসবে বলে আশা করছেন পরিচয়ের নির্দেশক শ্রী শুভেন্দু ভান্ডারী। জানালেন এই উৎসব শুধু মাত্র নাট্য প্রদর্শনের উদ্দেশ্যে নয়, মুক্তমঞ্চের এই উৎসব মানুষকে কিছুক্ষণ যাতে তাদের ছোটবেলায় ফিরিয়ে দিতে পারে, সুকুমার বৃত্তিগুলো আবার যদি কিছুক্ষণের জন্য জেগে ওঠে সেই রস যদি একজন দর্শকের মধ্যেও সঞ্চারিত হয় তবেই এই উৎসব সফল।