Upcoming: Bengali New Year Edition '25

Ongoing: Sarat Sankhya (Autumn Edition '24)

ISSN 2321 - 4805

  • নাট্যসন্ধ্যা "খোলা বাতায়ন"

    14 Mar 2025: নাট্যসন্ধ্যা "খোলা বাতায়ন"

    সঙ্গীতা রায় চট্টোপাধ্যায় , প্রতিবেদক , শান্তিনিকেতন বীরভূম

    ২১ মার্চ ২০২৫ ইং তারিখে থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারী, হাওড়ার আয়োজনে শান্তিনিকেতনর নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে "খোলা বাতায়ন" নামে একটি মনোজ্ঞ নাট্যসন্ধ্যা অনুষ্ঠিত হতে চলেছে । 'থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরী' নাট্যদলের সাথে এই আয়োজনে সামিল হচ্ছে উত্তর ২৪ পরগণা ও হাওড়ার দুটি নাট্যদল 'অগষ্ট থিয়েটার' এবং প্রজ্ঞা দেবনাথের নাট্যদল। ওই সন্ধ্যায় থাকছে তিনটি নাট্য প্রযোজনা। প্রজ্ঞা দেবনাথের নির্মাণ স্পর্ধা, 'অগষ্ট থিয়েটার'-এর প্রযোজনা ধূসর গোলাপ এবং 'থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরি'-এর প্রযোজনা ইউ সি - ১০। এই নাট্যসন্ধ্যায় সকলে সাদর আমন্ত্রিত।