Upcoming: Autumn Edition'24
Ongoing: Autumn Edition'23
ISSN 2321 - 4805
নাট্যনীড়, জামালপুরের ৩ (তিন) দিন ব্যাপী নাট্য কর্মশালা... আজ সফল ভাবে শেষ হলো নাট্যনীড়ের ৩ দিন ব্যাপী নাট্য কর্মশালা... কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যাক্তি, প্রিয় অভিভাবক ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি কবি এড. মোহাম্মদ বাকী বিল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রিয়মুখ, প্রিয় অভিভাবক, প্রিয় মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি ও আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, সৈয়দ আতিকুর রহমান ছানা। এছাড়া উপস্থিত ছিলেন নাট্যনীড়ের উপদেষ্টা আবুল হাসনাত তালুকদার, প্রবীণ নাট্য শিল্পী আবুল মুনসুর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ... তিন দিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষক ও নাট্য নির্দেশক বিভাস বিষ্ণু চৌধুরী এবংসাযযাদ আনসারী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও আবৃতি প্রশিক্ষক। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবন সাহা, সহ-সভাপতি, নাট্যনীড়, জামালপুর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাগর মুখার্জী, সাধারণ সম্পাদক, নাট্যনীড়, জামালপুর।