Upcoming: Autumn Edition'24

Ongoing: Autumn Edition'23

ISSN 2321 - 4805

  • স্বাভাবিক ছন্দে নাট্যজগৎ

    05 Jun 2022: স্বাভাবিক ছন্দে নাট্যজগৎ

    Swapan Mahato , Photo Journalist , Journalist

    অতিমারীর প্রকোপ কাটিয়ে ফের মঞ্চস্থ হল রবীন্দ্রনাথের ঠাকুরের লেখা সর্বশেষ ছোট গল্প ‘মুসলমানির গল্প’ অবলম্বনে নাটক 'কমলা সুন্দরীর পালা'। নাটকটি প্রযোজনা করেছে “দল নাট্যগোষ্ঠী” শান্তিনিকেতন। নাটকে অভিনয় করেছেন প্রিয়তী বাঁধন রূপ, রিম্পা হাজরা, সুবর্ণ দাস, সপ্তক রায় আকাশ, শতদ্রু মন্ডল, দিকচেন তামাং, প্রিয়তোষ দাস, ঋতম দাস, ঈশিকা ভট্টাচার্য, অনীশা প্রসন্নন, হানি এঞ্জেল, সংজ্ঞা ঘোষাল, সুদীপ্ত ঘোষ, নীলাদ্রি শেখর সরকার, গীতাঞ্জলি দাস। নির্দেশনায় ছিলেন বিভাস বিষ্ণু চৌধুরী। নাটকের আয়োজনে ছিল 'বীরুৎ জাতীয় সাহিত্য সম্মিলনী', 'সোনাঝুরি বাড়ি',পূর্ব পল্লী, শান্তিনিকেতন। নাটকটি শান্তিনিকেতন ছাড়াও মঞ্চস্থ হয়েছে 'এবং আমরা' নাট্যদল, তেপান্তর নাট্যগ্রাম, সাতকাহনিয়া, বর্ধমানে। ২০০৬ থেকে শান্তিনিকেতনে শুরু হয়েছে ‘দলে’র নাট্যচর্চা। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তাদের এই অষ্টম প্রয়াস। ২০১৮ সালের শুরুতে প্রযোজনাভিত্তিক সাত দিনের একটি দলীয় নাট্য কর্মশালার মধ্য দিয়ে এই নাট্য বুননের কাজ সম্পন্ন করা হয়। তৎপরবর্তী মর্মান্তিক দূর্ঘটনায় প্রয়াত হয়েছেন নাটকের মুখ্য চরিত্র শ্বেতা গায়েন। এরপর দীর্ঘ সময় পর পুণরায় আবার মঞ্চায়ণ শুরু হলো 'কমলা সুন্দরীর পালা’ নাটকটির। শান্তিনিকেতনে গুরুদেবের শিক্ষাদর্শের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল নাটক। আর সেই বহমান ঐতিহ্যের অংশ হিসেবে শান্তিনিকেতনের নানান নাট্যোৎসবই মূলত তাদের শিল্পনৈপূণ্য প্রকাশের অন্যতম প্রধান ক্ষেত্র। এই উপস্থাপনাটি গুরুদেবের পরিণত বয়সের লেখা একটি ছোটো গল্পের নাট্যরূপ মাত্র। গল্পের নাম 'মুসলমানির গল্প'। তাঁর মহাপ্রয়াণের মাস দুয়েক পূর্বে তিনি এই ছোটো গল্পটি রচনা করেছিলেন। গল্পটিকে পুণরায় ঘষামাজা করার সময় তিনি আর পাননি। তাই খসড়া হিসেবেই আমাদের হাতে এসে পৌঁচেছে। আর তাতে দেখা যায় আমাদের বর্তমান সময়ের নানান ঘটমান বাস্তবতা যা তিনি প্রায় আট দশক পূবে ভেবে রেখে গিয়েছেন তার সকল শিল্পকলার অঙ্গে অঙ্গে। তাঁর নাট্যের পরতে পরতে মিশে রয়েছে বাংলার প্রাচীন ঐতিহ্য। আর তারই আঙ্গিকে রচিত হয়েছে কবির শারদোৎসব থেকে শুরু করে তার উত্তর কালের সকল নাট্য ভাবনা। আর সেই ধারাবাহিকতায় পালাগানের আঙ্গিক এবং গল্প কথার মিশেলেই তারা বেঁধেছে এই নাটক 'কমলা সুন্দরীর পালা'।