Upcoming: Autumn Edition'24

Ongoing: Autumn Edition'23

ISSN 2321 - 4805

  • তাজ হোটেলে চিত্র প্রদর্শনী ও কর্মশালা

    30 Jun 2022: তাজ হোটেলে চিত্র প্রদর্শনী ও কর্মশালা

    Swapan Mahato , Photo Journalist , Freelence

    ডিজিটাল ডেস্ক, কলকাতা :- বিশিষ্ট চিত্র শিল্পী শ্যাম কানু বড়ঠাকুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান । তার স্মৃতির উদ্যেশে ড: দীপঙ্কর রায় কিউরেটর গ্লোবল কনভেনর অফ দ্যা ক্যাম্পেইন সাপোর্ট, ব্রেস্ট ক্যান্সার victim's থ্রু আর্ট, গ্লোবল চেয়ারম্যান এন্ড প্রেসিডেন্ট সি ই ও ইন্টার ন্যাশনাল আর্ট অ্যাকটস এর উদ্যোগে তাজ তাল কুটির কনভেনশন সেন্টার নিউটাউনে তিন দিন ব্যাপী এক চিত্র প্রদর্শনী এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। এই চিত্র প্রদর্শনী ও কর্মশালাতে ড: দীপঙ্কর রায়ের আহ্বানে বিশিষ্ট বিখ্যাত চিত্র শিল্পীরা ওখানে উপস্থিত ছিলেন এবং কর্মশালায় যোগ দেন। ওই কর্মশালায় যোগ দেন বিখ্যাত চিত্র শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় যিনি সৌরভ গাঙ্গুলীর লর্ডসে জামা ওড়ানোর ছবি একে ছিলেন সেই ছবি Zee TV ক্রয় করে নিয়ে উপহার দেন সৌরভ গাঙ্গুলীকে। এছাড়াও ছিলেন বিখ্যাত চিত্র শিল্পী বিমল কুন্ডু, বিখ্যাত চিত্র শিল্পী প্রদীপ রক্ষিত, বিখ্যাত চিত্র শিল্পী আদিত্য বসাক, বিখ্যাত চিত্র শিল্পী অতীন বসাক, বিখ্যাত চিত্র শিল্পী পাপড়ি ঘোষ, বিখ্যাত চিত্র শিল্পী অতুল গেন্ডলে এছাড়াও ছিলেন স্বর্গীয় শ্যাম কানু বড়ঠাকুরের স্ত্রী জয়িতা বড়ঠাকুর। তিনি নিজেও একজন অনেক বড় চিত্র শিল্পী। সমগ্র অনুষ্ঠানের শেষে প্রত্যেক চিত্র শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। বলা যেতেই পারে ড: দীপঙ্কর রায়ের উদ্যোগে এই কর্মশালা জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়। সব কিছুর উর্ধ্বে দেখার মতো ছিল তাজ হোটেলের আতিথিয়তা। তাল কুটির কনভেনশন সেন্টার এর রিজার্ভ লউঞ্জ এক বিশেষ মাত্রা এনেদেই এই চিত্র প্রদর্শনীকে। হার্ষ নেওটিয়ার বিশেষ আগ্রহে তাজ তাল কুটির কনভেনশন সেন্টার শীঘ্রই কলকাতার এক সেরা অতিথি সালায় পরিণত হতে চলেছে।