Upcoming: Autumn Edition'24

Ongoing: Autumn Edition'23

ISSN 2321 - 4805

  • প্রকাশিত হলো 'দল' নাট্যগোষ্ঠীর ষান্মাসিক প্রকাশনা

    01 Jan 2017: প্রকাশিত হলো 'দল' নাট্যগোষ্ঠীর ষান্মাসিক প্রকাশনা

    চন্দ্রোদয় মণ্ডল , বি.এ. ১মবর্ষ, ইউরোপীয়ান ষ্টাডিজ , বিশ্বভারতী, শান্তিনিকেতন

    অনেক প্রতিক্ষার পর প্রকাশ পেল 'দল' নাট্যগোষ্ঠীর ৪র্থ বর্ষের প্রকাশনা 'থেসপিয়ান ম্যাগাজিন'। এটি একটি ইলেক্ট্রনিক প্রকাশনা। পূর্বে তারা এটিকে নাট্য প্রকাশনা বল্লেও এই সংখ্যা থেকে তারা এটির পরিধির অনেক ব্যাপ্তি ঘটিয়েছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সকল ক্ষেত্রের মানুষরাই এখানে তাদের লেখা পাঠাতে পারবেন এখন থেকে। ২০১৬ সালে তাদের ২টি সংখ্যা বেরোনোর কথা থাকলেও ওয়েবসাইটের পরিবর্তনের কারণে কিছুটা বেশি সময় লাগায় ২০১৬ সালে তারা এই একটি সংখ্যাই প্রকাশ করলো। এই সংখ্যাটিরও নির্ধারিত সময় অক্টোবর মাসে থাকলেও নানা জটিলতার কারণে তারা সিদ্ধান্ত নেয় নতুন বছরের শুরুতেই তারা এটি প্রকাশ করবে। আর তাই আজ ১লা জানুয়ারী ২০১৭ তারিখে তারা প্রকাশ করল তাদের 'শরৎ সংখ্যা' ২০১৬। তবে তারা এর পর থেকে তারা প্রতি বছরই নির্ধারিত সময়ে প্রকাশনার কাজ সম্পন্ন করতে পারবে বলে খুবই আশাবাদী। তাদের পরের সংখ্যা যেটা বেরোবে তার আনুষ্ঠানিক নাম 'নববর্ষ সংখ্যা' যার বেরোনোর সময়কাল এপ্রিল-মে ২০১৭। পাঠক এবং সংস্কৃতিজনদের জন্য 'দল'-এর এই প্রকাশনাটি নানাভাবে কাজে লাগবে বলে তারা জানান। এবং তারা তাদের ক্ষেত্রস্হল শান্তিনিকেতন ছাড়াও বীরভূম তথা সমগ্রভারতবর্ষের সংস্কৃতিপ্রেমীদের কাছে নিজেদের পৌঁছে দিতে একান্তভাবে আগ্রহী।