অনেক প্রতিক্ষার পর প্রকাশ পেল 'দল' নাট্যগোষ্ঠীর জার্নাল 'থেসপিয়ান ম্যাগাজিন' -এর ৫ম বর্ষের প্রথম সংখ্যা। এটি একটি ইলেক্ট্রনিক প্রকাশনা। এই সংখ্যা থেকেই প্রথম বারের মত একটি নতুন সেকশন যোগ হয়েছে এই জার্নালে যার নাম 'Special Focus' সেকশন। এই বিশেষ সেকশনের বিষয় ছিলো 'শেকসপীয়র'। এবারের সংখ্যা থেকে প্রতিবারেই তারা এই সেকশন টি রাখবেন বলে আমাদের জানান। পাঠক এবং সংস্কৃতিজনদের জন্য 'দল'-এর এই প্রকাশনাটি নানাভাবে সংস্কৃতিপ্রেমীদের আনন্দ দেবে বলেই আমাদের বিশ্বাস। এবং তারা তাদের এই জার্নাল শান্তিনিকেতন ছাড়াও বীরভূম তথা সমগ্রভারতবর্ষের সংস্কৃতিপ্রেমীদের কাছে পৌঁছে দিতে একান্তভাবে আগ্রহী।