•  

    মিলন মুখোপাধ্যায়ের নাটক ঘোড়া ঘোড়া: মধ্যবিত্তের সংকট

    Braja Sourav Chattopadhyay

    • PUBLISHED IN: YEAR 11, ISSUE 17-22/ AUTUMN EDITION 2023/ ARTICLES
    • PAGE RANGE: 39 TO 46.
    • ARTICLE HISTORY: RECEIVED: 31 DECEMBER 2023. REVISED: 13 MARCH 2024. ACCEPTED: 03 JUNE 2024.
    • PUBLICATION DATE: 03 JULY 2024.
    • COPYRIGHT: © 2024 BY THE AUTHOR/S.

    Abstract

     

    নাটককে বলা হয় সমাজের দর্পণ। আসলে যদিও সমাজ বর্হিভূত কোনোকিছুই সাহিত্যের পদবাচ্য নয়, তবুও নাটকের মাধ্যমেই সমাজচিত্র যুগে যুগে বারবার উঠে এসেছে একাধিক নাট্যকারের কলমে। সমাজকে চালচিত্র করে তার মধ্যে শৃঙ্খল আঁচড়ে তৈরি হয়েছে নাটকের চরিত্ররা। মিলন মুখোপাধ্যায়ের ‘ঘোড়া ঘোড়া’ নামক স্বল্পায়তনের একাঙ্ক নাটকটি সমাজচিত্রণের অভূতপূর্ব দলিল।

    স্বাধীনতা উত্তরকালের গল্প বর্ণিত হয়েছে এই নাটকে। জুয়া, রেস, মদ, নারীসঙ্গ প্রভৃতির পাশাপাশি অবক্ষয়ী বাকি সমাজের দুঃখ, যন্ত্রণা ও আর্তি প্রকাশ পেয়েছে নাটকের মধ্যে। সমগ্র প্রবন্ধে সেই দিকগুলিকে বিশদে বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করাই সমাদের লক্ষ্য।

    Braja Sourav Chattopadhyay is a short story writer, Essay writer and theatre activist. Published writings in various magazines like ‘Unish Kuri’, ‘Aajkal’, ‘Krittibas’, ‘Madhyabarti’, ‘Atahpor’ etc. Published books named ‘Anugolpokar Narendranath Mitra and Swapnomoy Chakroborty’ (Bangiya Sahitya Sangsad), story anthology ‘Golper Boi’ (Birutjatiya).

     

    MLA Citation:

     

    Chattopadhyay, Braja Sourav. "Milon Mukhopadhyay-er Natak Ghora Ghora: Madhyabitter Sankat." Thespian magazine, yr. 11, issue 17-22, 3 June 2024, pp. 39-46.